Site icon Jamuna Television

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ২৮ জুলাই

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ২৮ জুলাই

২৮ জুলাই শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। আগামী মঙ্গলবার এশার নামাজের পর মিনার পথে রওনা দেবেন মুসল্লিরা। পরবর্তী দিনগুলোতে মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করে পালন করবেন পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

এদিকে সোমবার সৌদি আরবে চাঁদ দেখা না যাওয়ায়, আরবি বর্ষপঞ্জিতে বুধবার থেকে শুরু হবে জিলহজ মাস। সে হিসেবে ১০ জিলহজ অর্থাৎ ইংরেজি ৩১ জুলাই তারিখে সৌদি আরব’সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে। এর আগের দিন, ৩০ জুলাই আরাফাতের ময়দানে অবস্থান করবেন মুসল্লিরা।

করোনা মহামারির কারণে এ বছর হজ পালন হবে সীমিত পরিসরে। নির্ধারিত ১০ হাজার হাজির মধ্যে সৌদি নাগরিক ছাড়াও অংশ নিতে পারছেন দেশটিতে বসবাসরত আরও ১৬০ দেশের মুসল্লি। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে হজের আগে সপ্তাহব্যাপী হোম আইসোলেশনে আছেন তারা।

Exit mobile version