Site icon Jamuna Television

সুনামগঞ্জে ২২ যাত্রী নিয়ে খালের পানিতে বাস

সুনামগঞ্জের জানিগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে গেছে। সেটি উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। সিলেট থেকে প্রায় ২২ জন যাত্রী নিয়ে সুনামগঞ্জের উদ্দেশে যাচ্ছিল বাসটি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জানিগাঁও এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বেশিরভাগ যাত্রী বেরিয়ে আসতে পারলেও ভেতরে কেউ আটকা পড়ে থাকতে পারে, সে শঙ্কা থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে, হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি কেউ।

ইউএইস/

Exit mobile version