Site icon Jamuna Television

ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ মহড়া

ভারত মহাসাগরে যৌথ মহড়া চালালো যুক্তরাষ্ট্র ও ভারতের নৌ-বাহিনী। পূর্ব লাদাখে চীন সীমান্তে সামরিক উত্তেজনার মধ্যে এ মহড়া বেইজিংয়ের জন্য নয়া দিল্লির কৌশলগত সতর্কবার্তা, বলছে ভারতীয় গণমাধ্যম।

সোমবার পারমাণবিক শক্তিধর মার্কিন বিমানবাহী ইউএসএস নিমিৎজের নেতৃত্বে হয় এ মহড়া। এছাড়াও অংশ নেয় ইউএসএস প্রিন্সটন, ইউএসএস স্টেরেট, ইউএসএস র‍্যালফ জনসন; এবং ভারতের আইএনএস রানা, আইএনএস সাহিয়াদ্রি, আইএনএস শিভালিক, আইএনএস কামোর্তা রণতরী।

জানা গেছে, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কার নিকোবর ঘাঁটিতে জাহাজ বিধ্বংসী হারপুন মিসাইল সমেত ১০টি জাগুয়ার মোতায়েন করেছে ভারতীয় বিমানবাহিনী। গেলো সপ্তাহেই চীনের বিরুদ্ধে সামরিক শক্তি প্রদর্শনে দক্ষিণ চীন সাগরে ইউএসএস নিমিৎজ এবং ইউএসএস রোনাল্ড রিগ্যান মোতায়েন করে যুক্তরাষ্ট্র।

Exit mobile version