Site icon Jamuna Television

বলিভিয়ার বেওয়ারিশ লাশের ৮৫ শতাংশই করোনা

বলিভিয়ার রাস্তাঘাট থেকে গেল এক সপ্তাহে উদ্ধার হয়েছে ৪শ’র বেশি বেওয়ারিশ লাশ। মৃত ব্যক্তিদের ৮৫ শতাংশই করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। দেশটিতে মহামারিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২শ’র বেশি মানুষের।

জানা গেছে, ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় কোচাবাম্বা এলাকা থেকে ১৯১টি, লা পাজ থেকে ১৪১টি এবং দেশটির সবচেয়ে বড় শহর সান্তা ক্রুজ থেকে আরও ৬৮টি মরদেহ উদ্ধার করা হয়। এদের বেশিরভাগই করোনা পজেটিভ ছিলেন; উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও অনেকের। অল্প কিছু মানুষের মৃত্যু হয়েছে অন্যান্য রোগে ভুগে বা সহিংসতায়।

বলিভিয়ায় কোভিড-১৯’র সবচেয়ে বেশি বিস্তার ঘটেছে সান্তা ক্রুজে। দেশটিতে মোট আক্রান্ত ৬১ হাজার মানুষের অর্ধেকের বেশিই এ শহরের বাসিন্দা।

Exit mobile version