Site icon Jamuna Television

রাজবাড়ীতে ইয়াবাসহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আটক

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ সদর থানা এলাকা হতে একজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

আটককৃত মোহাম্মদ শাহ (২৫), মিয়ানমার দেশের বছিদহ জেলার মুণ্ডু থানার পাদগুনা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বুধবার সকালে ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক দেবাশীষ কর্মকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৫ পিস ইয়াবা, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি সিমকার্ডসহ ১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ৫শ’ টাকাসহ তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উক্ত মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল এবং দীর্ঘদিন যাবত অবৈধ মাদক দ্রব্য রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ও অন্যান্য আলামতসহ আটককৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

ইউএইস/

Exit mobile version