Site icon Jamuna Television

ভাইয়ের মৃতদেহ দেখে একসঙ্গে দুই বোনের মৃত্যু

প্রিয় ভাইয়ের মৃতদেহ দেখে হার্ট অ্যাটাকে একই সঙ্গে দুই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটে ভারতের ঘটল কর্ণাটকের বেলাগামে। খবর নিউজ ১৮।

জানা যায়, কর্ণাটকের আবদুল মাজিজ জমাদার ব্যক্তি ডায়বেটিক রোগী ছিলেন। গত মঙ্গলবার হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে করোনা পরীক্ষার রিপোর্ট না থাকায় ভর্তি করা যায় না। পরে বেলাগাম সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করোনা পরীক্ষা করা হয় কিন্তু রিপোর্ট আসার আগেই আবদুল মাজিজ মৃত্যুবরণ করেন। পরে রিপোর্টে কোভিড নেগেটিভ আসে।

৬৪ বছরের বোন হুসেনবি মুল্লা ও ৭০ বছরের আরেক বোন সহরাবি সানাডি ভাইয়ের মৃত্যুর আঘাত সহ্য করতে পারেননি। ভাইয়ের মৃতদেহ বাড়িতে নিয়ে আসলে হার্ট অ্যাটাক হয় দু’জনের। একসঙ্গে মৃত্যু হয় দুই বোনের।

Exit mobile version