Site icon Jamuna Television

ভোলায় হতদরিদ্রের মাঝে চাল বিতরণ করলেন এমপি শাওন

ভোলার লালমোহনে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে লালমোহন পৌরসভার আয়োজনে এ চাল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

যারা করোনার সময়ে আর্থিকভাবে লাভবান হবার জন্য অসৎ পথ বেছে নিয়েছে, তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নূরুন্নবী চৌধুরী শাওন।

এমপি শাওন বলেন, বিশ্ব অর্থনীতিতে যে মহামন্দা তৈরি হয়েছে, তা মোকাবিলায় সবাইকে একসাথে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন সুস্থ থেকে দেশের সেবা করতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। এ সময় লালমোহন পৌরসভা এবং কালমা ইউনিয়নের প্রায় ৯ হাজার ব্যক্তির মাঝে চাল বিতরণ করা হয়।

Exit mobile version