Site icon Jamuna Television

ডিবি আমাকে নিয়ে যাচ্ছে, দাম পরে দিচ্ছি, নাটক সাজিয়ে কোরবানির গরু চুরি!

কোরবানির গরু চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। পরে কোরবানির গরু দুটি উদ্ধার করে তার মালিককে ফিরিয়ে দেয়া হয়।

মঙ্গলবার নাজমুল নামে এক ব্যক্তির কাছে বিক্রয় করার জন্য গুলশান নিকেতনে গরু দুটি নিয়ে আসেন মালিক ফরহাদ হোসেন। গরু দুটি আনেন তিনি সিরাজগঞ্জ থেকে। নিকেতনে আনার পর ক্রেতা নাজমুল ডিবি পুলিশের ভুয়া নাটক সাজিয়ে বলেন- তাকে ডিবি ধরে নিয়ে যাচ্ছে দাম পরিশোধ পরে করবেন। মালিক ফরহাদকে খাবার হোটেলে রেখে তিনি গরু নিয়ে চলে যান। মোবাইল অফ রেখে যোগাযোগ বন্ধ করে দেন।

পরে গরুর মালিক থানায় অভিযোগ করার পর মোবাইল নাম্বারের সূত্র ধরে তাকে গ্রেফতার করে পুলিশ।

Exit mobile version