Site icon Jamuna Television

৭৮% করোনা জয়ী ভুগছে হার্টের সমস্যায়: সমীক্ষা

ছবি: সংগৃহীত।

হার্টের নানা সমস্যায় আক্রান্ত হচ্ছেন অধিকাংশ করোনা জয়ী। এমন ফলাফল পাওয়া গেছে এক সমীক্ষায়। সম্প্রতি জামা কার্ডিওলজির পত্রিকায় এই সমীক্ষা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

সমীক্ষার ফলাফলে দেখা গেছে, করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষদের মধ্যে প্রায় ৭৮ শতাংশই নতুন করে হার্টের নানা সমস্যার শিকার হচ্ছেন। চিকিৎসকরা দেখেছেন, এদের অধিকাংশের মধ্যেই হার্টের নানা সমস্যা যা আগে ছিল না, তা নতুন করে দেখা দিয়েছে।

গবেষকরা জানান, করোনা থেকে সুস্থ হয়ে ওঠা অন্তত ৬০ শতাংশ মানুষের মধ্যে ‘মায়োকার্ডিয়াল ইনফ্লেমেশন’ বা হৃদযন্ত্রের পেশিতে প্রদাহজনিত সমস্যা দেখা দিচ্ছে। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত জার্মানির ফ্রাঙ্কফুর্ট ইউনিভার্সিটি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা ১০০ জন করোনা আক্রান্তকে পর্যবেক্ষণের পর এই তথ্য পেয়েছেন গবেষকরা।

এছাড়া ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ২৭ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত দিল্লিতে ২১ হাজার ৩৮৭ জনকে নিয়ে সমীক্ষা চালায়। ওই সমীক্ষায় দেখা গেছে, করোনা থেকে সেরে ওঠার পর কিডনি, হার্ট বা ফুসফুসের নানা সমস্যা নিয়ে হাসপাতালে ফিরছেন হাজার হাজার মানুষ।

Exit mobile version