Site icon Jamuna Television

সুশান্তের ‘ফরেনসিক টেস্টের’ চাঞ্চল্যকর ভিডিও ফাঁস?

যত দিন যাচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যে ততই নতুন তথ্য উঠে আসছে। সম্প্রতি, নেট দুনিয়ায় উঠে এসেছে সুশান্তের ফরেনসিক তদন্তের সময়কার একটি ভিডিও। যেখানে দুই ব্যক্তির চাঞ্চল্যকর কথোপকথন ভাইরাল হয়ে গিয়েছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের।

যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে বলতে শোনা যাচ্ছে, ‘আশা করি এই ভিডিওটা লিক হবে না। তাতে আমাদের তদন্ত একেবারেই শেষ হয়ে যাবে।’

তবে ভারতীয় ওই সংবাদমাধ্যম বলেছে, এই ভিডিওতে কারা কথা বলছেন? ভিডিওতে যে কথাগুলো শোনা যাচ্ছে, তা আদৌ আসল না আলাদা করে ডাব করে বসানো হয়েছে- তার সত্যতা যাচাই করা তাদের পক্ষে সম্ভব হয় নি।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। যাদের মধ্যে কেউ লিখেছেন, ‘এই ভিডিওটিই অনেককিছু বুঝিয়ে দিচ্ছে। মহারাষ্ট্র পুলিশ অনেক তথ্য, বড় বড় নাম চাপা দেয়ার চেষ্টা করছে।’ কারোর কথায়, ঠাণ্ডা মাথায় সুশান্তকে খুন করা হয়েছে বলে বুঝা যাচ্ছে।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছেন সুশান্তের বাবা। তার অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে বিহার পুলিশ।

Exit mobile version