Site icon Jamuna Television

বারবার ফেল, ৩৩ বছর ধরে দশম শ্রেণিতে, করোনাকালে এসে পাস

৩৩ বছর ধরে দশম শ্রেণিতে। ১৯৮৭ সাল থেকে লাগাতার ক্লাস টেনের পরীক্ষা দিয়ে যাচ্ছেন কিন্তু পাস করা হয়ে উঠেনি। তবুও পড়াশোনা ছেড়ে দেন নি। ধৈর্যের চরম পরীক্ষা দিয়ে পড়াশোনা করেছেন। শেষ পর্যন্ত করোনা কালে পাস করলেন তিনি। ভারতের হায়দ্রারাবাদের ৫১ বছর বয়সী মহম্মদ নুরুদ্দিন দেখিয়ে দিলেন চেষ্টা করলে সফলতা আসে। খবর জি নিউজ।

নুরুদ্দিন বলেন, ১৯৮৭ সাল থেকে লাগাতার ক্লাস টেনের পরীক্ষা দিচ্ছি। আমি ইংরেজিতে খুব কাঁচা। তাই এত বছর ধরেও পাস করতে পারছিলাম না। এবার করোনা বাঁচিয়ে দিল। আমি পাস করেছি। আসলে সরকার এবার পরীক্ষায় ছাড় দিয়েছে। জানানো হয়েছিল, এবার এই পরিস্থিতিতে সবাইকে পাস করিয়ে দেওয়া হবে। তাই আমিও এই সুযোগে পাস করে গেলাম।

নুরুদ্দিন এবার পাসও করতেন কি না তা নিয়ে বলা মুশকিল। তবে করোনা তার কাছে শাপে বর হয়েছে।

Exit mobile version