Site icon Jamuna Television

সুস্থ হয়ে প্রাসাদে ফিরলেন সৌদি বাদশাহ

সুস্থ হয়ে প্রাসাদে ফিরলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। পিত্তথলিতে ব্যাথা নিয়ে ২০ জুলাই থেকে রিয়াদের কিং ফয়সাল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, গেলো সপ্তাহে গলব্লাডারে অস্ত্রপচারের পর দ্রুত সেরে উঠেছেন ৮৪ বছর বয়সী বাদশাহ। বৃহস্পতিবার নিজেই হাসপাতাল থেকে বেরিয়ে হেঁটে গাড়িতে ওঠেন তিনি।

এসময় ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ অন্যান্য সহযোগীরা ছিলেন তার সাথে। ২০১২ সালে, সৌদি আরবের বাদশাহ হিসেবে মসনদে বসেন সালমান।

Exit mobile version