Site icon Jamuna Television

করোনা আক্রান্ত রোগীর ফুসফুস প্রতিস্থাপনে মার্কিন চিকিৎসকদের সফলতা

করোনায় আক্রান্ত রোগীর ফুসফুস প্রতিস্থাপনে সফলতা পেয়েছে মার্কিন চিকিৎসকরা। গুরুতর দু’জন রোগীর শরীরে অস্ত্রোপচার শেষে এমন দাবি করেন তারা। চিকিৎসকরা বলছেন, এ পদ্ধতি করোনা আক্রান্ত সব রোগীর জন্য নয়। কেবল ফুসফুস অকেজো হলেই এ চিকিৎসা প্রযোজ্য।

ডা. আনকিত ভারত বলেন, ফুসফুস প্রতিস্থাপন করোনা আক্রান্ত সব রোগীর জন্য না। যাদের অবস্থা খুবই খারাপ এবং আর কোন উপায় নেই সেক্ষেত্রে এটা করা যেতে পারে। এক রোগী ৬ সপ্তাহ আগে আইসিইউতে ছিলো। তার ফুসফুস অকেজো হয়ে গেছিলো। সে এখন পুরোপুরি সুস্থ।

জোড়া ফুসফুস বিকল হওয়ার পরও বেঁচে ফেরাকে অলৌকিক মনে করছেন দুই রোগী। ছেড়ে দিয়েছিলেন বেঁচে থাকার আশা।

ফুসফুস প্রতিস্থাপনকৃত রোগী মায়রা রামিরেজ বলেন, পরিবারের সদস্যরা ধরেই নিয়েছিলো আমি আর বাঁচবো না। পরে চিকিৎসকরা ফুসফুস প্রতিস্থাপনের পরামর্শ দেয়ায় সাথে সাথে রাজি হয়ে যাই। ৪৮ ঘণ্টার ভেতর অপারেশনের সব কাজ শেষ হয়।

প্রতিস্থাপনকৃত রোগী ব্রায়ান কুন্স বলেন, একদম সুস্থ ছিলাম আমি। করোনায় আক্রান্ত হওয়ার পর অবস্থা খুবই খারাপ হতে থাকে। ভেবেই নিয়েছিলাম যে মারা যাবো। কিন্তু সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এখনও বেঁচে আছি।

চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণা বলছে, করোনা মানবদেহে আক্রান্তের পর সবচেয়ে বেশি ক্ষতি করে ফুসফুস এবং কিডনিতে।

Exit mobile version