Site icon Jamuna Television

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৩৫৬ জন

জুলাইয়ে দেশে ২৯৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৩৫৬ জন নিহত এবং ৩৪১ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ৬৪ জন নারী ও ৩৫ শিশু রয়েছে।

এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। আর ঢাকা বিভাগে দুর্ঘটনা সবচেয়ে বেশি। এছাড়া একই সময়ে ১৬টি নৌদুর্ঘটনায় ২৭ জন নিহত ও ২১ জন নিখোঁজ হয়েছেন। এর বাইরে ৪টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ৪ জন। বুধবার সড়ক নিরাপত্তাবিষয়ক সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।

সংগঠনটি জানায়, এসব দুর্ঘটনায় ট্রাকযাত্রী ১৮ জন, বাসযাত্রী ১৪ জন, পিকআপযাত্রী ৯ জন, কাভার্ডভ্যানযাত্রী ৪ জন, মাইক্রোবাসযাত্রী ৫ জন, প্রাইভেট কারযাত্রী ২৩ জন, অ্যাম্বুলেন্সযাত্রী ৩ জন, ট্রলিযাত্রী ৬ জন, লরিযাত্রী ২ জন, সিএনজিযাত্রী ২২ জন, ইজিবাইক-অটোরিকশাযাত্রী ২০ জন, নসিমন-করিমনযাত্রী ১৩ জন, ভটভটি-আলমসাধু-মাহেন্দ্রযাত্রী ৯ জন, রিকশা ও রিকশাভ্যানযাত্রী ১১ জন, লেগুনাযাত্রী ৭ জন, টমটমযাত্রী ১ জন, পাওয়ার ট্রলারে ২ জন ও বাইসাইকেল আরোহী ৫ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সংগঠনটি জানায়, নিহতদের মধ্যে শিক্ষক ৭ জন, চিকিৎসক (ঢাকা মেডিকেল) ১ জন, সেনা সদস্য ১ জন, পুলিশ সদস্য ৪ জন, রেলওয়ে পুলিশ ১ জন, মেডিকেল টেকনোলজিস্ট ১ জন, স্বাস্থ্যকর্মী ২ জন, সাংবাদিক ৩ জন, এনজিও কর্মকর্তা-কর্মচারী ৭ জন, ইউনিয়ন পরিষদ মেম্বার ১ জন, স্থানীয় রাজনৈতিক নেতা ৬ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী ১ জন, সরকারি চাকরিজীবী ৮ জন, স্থানীয় ব্যবসায়ী ২১ জন, পোশাক শ্রমিক ১৩ জন, পাটকল শ্রমিক ১ জন, চা শ্রমিক ১ জন, প্রবাসী শ্রমিক ২ জন ও শিক্ষার্থী রয়েছেন ৩৯ জন।

Exit mobile version