Site icon Jamuna Television

চালের বাজারে অস্থিরতা

দেশে চিকন চালের দাম বেড়েছে। রাজধানীতে গত এক সপ্তাহ ধরে মিনিকেট বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা দরে। কিছুদিন আগেও এই দর ছিলো ৫৮ থেকে ৬০ টাকার আশপাশে।

তবে, ভারত থেকে আমদানিতে ভর করে মোটা চালের দাম অপরিবর্তিত আছে।

রাজধানীর কারওয়ানবাজারে বিভিন্ন মিলের মিনিকেট চালের দর বস্তায় একশ টাকা বেড়েছে। ফলে কেজিতে দর বাড়ছে দুই টাকা। পাড়া মহল্লার দোকানে এই দাম আরো বেশি।

ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম বাড়ার অজুহাতে মিলাররা চালের দাম বাড়াচ্ছেন। বন্যা দীর্ঘায়িত হলে এই সংকট আরো বাড়বে। এই চাল আমদানির পরামর্শ দিয়েছেন কেউ কেউ।

বাজারে, থাইল্যান্ড ও ভিয়েতনামের চিকন চালের দর একটু কম। ৫০ কেজির প্রতি বস্তা বিকোচ্ছে ২৬০০ থেকে ২৭০০ টাকায়।

Exit mobile version