Site icon Jamuna Television

মুক্তি পেল সঞ্জয়ের ‘সড়ক-২’ ছবির ট্রেলার

মুক্তি পেল সঞ্জয়ের ‘সড়ক-২’ ছবির ট্রেলার

হঠাৎ করেই জানা গেল সঞ্জয় দত্ত ক্যানসারে আক্রান্ত হয়েছেন। আর এই সময়ই প্রকাশ হলো অভিনেতার নতুন ছবির ট্রেলার।

আড়াই দশক আগের ছবির সিক্যুয়েল হিসেবে মহেশ ভাট নির্মাণ করেছেন ‘সড়ক-২’। প্রথম কিস্তির পূজা ভাটকে ট্রেলারে শুধু ফটো ফ্রেমেই দেখা গেল। জানা যায়নি ছবিতে তাকে কীভাবে উপস্থাপন করা হয়েছে। হয়তো চমক হিসেবেই রাখা হয়েছে। এ রহস্যপূর্ণ গল্পে আরও আছেন আলিয়া ভাট ও আদিত্য রায় কাপুর।

‘সড়ক-২’র ঘোষণা থেকেই আলাদা একটা আলোচনা ছিল, ট্রেলার তা বাড়িয়ে দিল। সঙ্গে আছে সঞ্জয়ের অসুস্থতা ও বলিউডের স্বজনপোষণ বিতর্ক।

এদিকে সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে মুক্তি পাবে ২৮ আগস্ট।

ট্রেলারটি দেখতে এখানে ক্লিক করুন

Exit mobile version