Site icon Jamuna Television

শ্বশুরকে জামিনদার রেখে টাকা ধার, পরিশোধে ব্যর্থ হয়ে আত্মহত্যা

পিরোজপুর পৌর শহরের মুক্তারকাঠী এলাকায় সালেক সরদার নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পৌরসভার ১নং ওয়ার্ডের মুক্তারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহত সালেক সরদার (৬০) পিরোজপুর পৌর এলাকার মুক্তারকাঠী গ্রামের মৃত আব্দুল লতিফ সরদারের পুত্র। তার ছেলে শামীম সরদার জানান, তার বোন জামাই মিজান হোসেন তার বাবা সালেক সরদারকে জামিনদার রেখে অনেক স্থান থেকে টাকা ধার নিয়ে পিরোজপুর থেকে পালিয়ে গেছে। পাওনাদাররা তার বাবাকে নানাভাবে টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকে। এ কারণেই সে আত্মহত্যা করছে বলে তার মনে করছে।

পিরোজপুর সদর থানার এই আই ফারুক হোসেন জানান, দেনার টাকা পরিশোধে ব্যর্থ হয়েই সালেক সরকার গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version