Site icon Jamuna Television

কথায় কাজ না হলে চীনকে সামরিক জবাব দেয়া হবে: ভারতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ

আলোচনায় সমাধান না হলে চীনকে সামরিক জবাব দেয়ার প্রস্তুতিও আছে ভারতের। এমনটাই জানালেন ভারতীয় সামরিক বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত। খবর হিন্দুস্তান টাইমস’র।

জেনারেল রাওয়াত বলেন, ‘প্রকৃত নিয়ন্ত্রণরেখার অবস্থান নিয়ে মতভেদ থাকায় সেখানে লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এরকম লঙ্ঘন যাতে অনুপ্রবেশে পরিণত না হয়, তার উপর নজর রাখা এবং তা রোখার দায়িত্ব আছে প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলির। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে যাবতীয় পদক্ষেপের পাশাপাশি সামরিক পদক্ষেপেরও জন্য সবসময়ে প্রস্তুত থাকে প্রতিরক্ষা বিভাগ।’

লাদাখে ক্রমাগতই নিজেদের উপস্থিতি বিস্তার করেছে চীন। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতও সৈন্য এবং সামরিক সমাবেশ করেছে।

Exit mobile version