Site icon Jamuna Television

খুলনায় গুলিবিদ্ধ লামিয়ার পায়ে অস্ত্রোপচার সম্পন্ন

খুলনায় গুলিতে আহত শিশু লামিয়ার বাম পায়ে অস্ত্রোপচার সফল হয়েছে। উরুতে বিদ্ধ গুলি বের করেছেন খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

তারা জানিয়েছেন, লামিয়া এখন অনেকটাই শঙ্কামুক্ত। তবে, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে লামিয়ার শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়। অস্ত্রোপচার চলে প্রায় দেড় ঘণ্টা ধরে। এতে অংশ নেন খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালের অর্থোপেডিক ও সার্জারি বিভাগের ছয়জন চিকিৎসক।

গেলো শুক্রবার নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় ঘটে গুলির ঘটনা। চার যুবক চাঁদা চাইতে আসায় লাইসেন্স করা পিস্তল থেকে গুলি ছোঁড়ার দাবি করেন ঠিকাদার ইউসুফ আলী। তিনি বলেন, গুলি করতে করতে পালিয়ে যায় ওই চার জন। ইউসুফ দাবি করেন, সে সময়ই গুলিবিদ্ধ হয় ইকবাল নগর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী লামিয়া।

ইউএইচ/

Exit mobile version