Site icon Jamuna Television

বর্ণবাদবিরোধী দুই আন্দোলনকারীর খুনি শ্বেতাঙ্গ কিশোরের পক্ষে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভে গুলিতে ২ জনকে হত্যার ঘটনায়, ঘাতক শ্বেতাঙ্গ কিশোরের পক্ষে সাফাই গাইলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আত্মরক্ষার জন্যই গুলি চালিয়েছে ওই কিশোর। এসময় বর্ণবাদবিরোধী আন্দোলনের নামে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত রাজ্য ও শহরগুলোতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিক্ষোভ উস্কে দেয়ার অভিযোগ আনেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের সমর্থকরা রাজনৈতিক স্বার্থ হাসিলে দেশকে অস্থিতিশীল করে তুলছে। পাল্টা জবাবে ট্রাম্পের বিরুদ্ধে শ্বেতাঙ্গ উগ্রবাদে সমর্থন দিয়ে অস্থিরতা ছড়ানোর অভিযোগ করেছেন ডেমোক্র্যাট নেতা বাইডেন।

Exit mobile version