Site icon Jamuna Television

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন ইয়োশিহিদে সুগা

শিনজো আবের পর জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন ইয়োশিহিদে সুগা। এরই মধ্যে ক্ষমতাসীন দলের বেশিরভাগ সদস্যের সমর্থন অর্জন করেছেন তিনি।

মঙ্গলবার এ তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে। বলা হয়, জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন সুগা। সব ঠিক থাকলে লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে তার প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বুধবার।

অসুস্থতার কারণে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শিনজো আবের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী সুগা। জাপানের প্রধান কেবিনেট সেক্রেটারি তিনি।

Exit mobile version