Site icon Jamuna Television

ক্রসফায়ারে ‘হত্যা’: ওসি প্রদীপের বিরুদ্ধে আরও দুই মামলা

টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ

কক্সবাজার প্রতিনিধি
মুছা আকবর ও শাহাব উদ্দিন নামে দুই ব্যক্তিকে ক্রসফায়ারের নামে ‘হত্যা’র অভিযোগে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাসসহ ৫৩ জনের বিরুদ্ধে আরও দুই মামলার আবেদন করা হয়েছে। আজ বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (টেকনাফ-৩) হেলাল উদ্দীনের আদালতে নিহতের স্বজনরা উক্ত দুই মামলার আবেদন করেন।

মুছা আকবরের স্ত্রী শাহেনা আকতার ও সাহাব উদ্দিনের ভাই হাফেজ আহমদ উক্ত দুই মামলা দায়ের করেন।

আদালত দুই মামলার পৃথক শুনানি শেষে, নিহতদের ময়নাতদন্ত রিপোর্ট ও এসংক্রান্ত পূর্বে কোন মামলা দায়ের হয়েছে কিনা ১০ ও ১৫ কার্যদিবসের মধ্যে তা জানাতে টেকনাফ থানাকে নির্দেশ দেন।

বাদি পক্ষের আইনজীবী রিদুয়ান আলী ও দিদারুল মোস্তফা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

একটি মামলায় হোয়াইক্যং ফাঁড়ির সাবেক ইনচার্জ মশিউর রহমানকে প্রধান ও প্রদীপ কুমার দাসকে ২নং করে ২৭ জনকে আসামি করা হয়।

অপর মামলায় এসআই দীপক বিশ্বাসকে প্রধান ও প্রদীপ কুমার দাসসহ ২৬ জনকে আসামি করা হয়।

এজাহারে বাদি উল্লেখ করেন, ২৮ মার্চ রাতে মুছাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে ক্রসফায়ার না দেয়ার কথা বলে মুছার পরিবারের কাছ থেকে ২০ লাখ টাকা দাবি করা হয়। কিন্তু তিন লাখ দিতে সামর্থ্য হয় মুছার পরিবার। তিন লাখ টাকা নিয়েও ওই দিন ভোরে মুছা আকবরকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করা হয়।

অপরদিকে গতবছরের ১৭ ই এপ্রিল দুপুরে শাহাব উদ্দিনকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার ৩ দিন পর ২০ এপ্রিল তাকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়।

এনিয়ে কক্সবাজার ও মহেশখালীতে ওসি প্রদীপসহ অন্যদের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হলো।

Exit mobile version