Site icon Jamuna Television

শিক্ষক হওয়ার স্বপ্ন, গর্ভবতী স্ত্রীকে পরীক্ষা দেয়াতে ১১৭৬ কি.মি স্কুটি চালালেন স্বামী

নিজে টেন পাস না করতে পারলেও স্ত্রীর ডি.ই.এল.এড দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১১৭৬ কিমি স্কুটার চালিয়ে নিয়ে গেলেন পরীক্ষা কেন্দ্রে স্বামী। স্ত্রীর স্বপ্ন শিক্ষক হওয়ার তাই এতো কষ্ট করে পরীক্ষায় অংশ নেয়া। এমনকি স্ত্রী গর্ভবতী, তার ওপর স্কুটির পেট্রোল কেনার টাকা ছিল না শেষে স্ত্রীর গয়না বন্ধক রেখে কেনা হয় পেট্রোল। এ ঘটনা ভারতের ঝাড়খন্ডের।

জানা যায়, ঝাড়খণ্ডের ধনঞ্জয় নামে এক যুবক তার ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে পরীক্ষা দেওয়াতে স্কুটির পিছনে চাপিয়ে গড্ডা থেকে গোয়ালিয়র নিয়ে যান। লক ডাউনের কারণে ট্রেন চলছে না। আর্থিক অবস্থার কারণে তারা গাড়ির ব্যবস্থাও করতে পারেনি।

ধনঞ্জয় গুজরাটের একটি সংস্থায় রান্নার কাজ করেন। লকডাউনের কারণে তার চাকরি চলে যায়। ৩ মাস ধরে বাড়িতেই আছে সে। তার স্ত্রীর ইচ্ছে শিক্ষকতা করার, তিনি কোনোভাবেই চাননি এই পরীক্ষাটা মিস হোক। তাই স্কুটারেই স্ত্রীকে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় ধনঞ্জয়।

স্কুটিতে পেট্রোল ভরারও টাকা ছিল না। এমন পরিস্থিতিতে স্ত্রীর গয়না বন্ধক রাখে। প্রায় ২ দিন গাড়ি চালানোর পরে গোয়ালিয়রে পৌঁছেছিল তারা।

Exit mobile version