Site icon Jamuna Television

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল এখনও বন্ধ, আটকা শত শত যানবাহন

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে এখনও বন্ধ রয়েছে ফেরি চলাচল। পদ্মা সেতুর ২৫ নং পিলারের কাছে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ থাকলেও সেখানে ড্রেজিং শুরু হয়নি। ফলে কখন ড্রেজিং শুরু হবে কখন ফেরি চালু হবে তা নির্দিষ্টভাবে বলতে পারছে না বিআইডব্লিউটিএ।

অপরদিকে মূল চ্যানেল লৌহজং টার্নিং চ্যানেলটিতে ৭টি ড্রেজার ড্রেজিং করতে দেখা গেছে। আরও কয়েকটি ড্রেজার আসছে বলে জানা গেছে। গত ৬ দিন থেকে ফেরি চলাচল ব্যহত হওয়ার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল। পদ্মা সেতুর ২৫ নং পিলারের কাছে ৩টি ফেরি আটকে গেলে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়।

এরআগে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সকল চ্যানেল বন্ধ হয়ে গেলে পদ্মা সেতুর চায়না চ্যানেল দিয়ে সীমিত আকারে ৫ দিন ফেরি চলে।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে কয়েকশ পণ্যবাহী ট্রাক ও পরিবহন আটকে পড়েছে। যাত্রী ও অ্যাম্বুলেন্সে রোগীরা পড়ছেন চরম বিপাকে। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।

এই রুটে অচলাবস্থার সৃষ্টি হওয়ায় দৌলদিয়া-পাটুরিয়া ঘাটে চাপ বেড়েছে।

Exit mobile version