Site icon Jamuna Television

চাঁদা না পেয়ে মারধর, সাঁথিয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার

পাবনা প্রতিনিধি
পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্ববর) তাদের বহিষ্কার করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় ছাত্রলীগের সাঁথিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসিবুল খান সানাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, সম্প্রতি সাঁথিয়া উপজেলায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সড়কের কাজ চলাকালে ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে বিপুল অংকের টাকা চাঁদা দাবি করেন হাসিবুল হক সানা। গত ২৯ আগস্ট বিকেলে চাঁদার টাকা না পেয়ে কাজের সুপারভাইজারকে মারধর করেন তিনি। অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে সানাকে আটক করে পুলিশ।

Exit mobile version