Site icon Jamuna Television

ইউএনও ওয়াহিদা খানমের জ্ঞান ফিরেছে

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম।

অস্ত্রোপচারের পর দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের জ্ঞান ফিরেছে। অপারেশনের পর তিনি স্বামী মেজবাহুল হোসেনের সাথে কথাও বলেছেন।

এতথ্য জানিয়েছেন, নিউরো সায়েন্স হাসপাতালের নিউরোট্রমা বিভাগের প্রধান অধ্যাপক জাহেদ হোসেন। তবে, এখনও আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন ওয়াহিদা খানম। আগামীকাল সকালে তার সার্বিক পরিস্থিতির পুনঃপরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন চিকিৎসক। দুর্বৃত্তদের হামলায় UNO’র মাথার খুলি ভেঙে ভেতরে ঢুকে যায়।

বৃহস্পতিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে, নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।

Exit mobile version