Site icon Jamuna Television

পর্তুগালে কর্মস্থলে দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যূ

পর্তুগালে নিজ কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন প্রবাসী বাংলাদেশি। মােহাম্মদ জামাল উদ্দিন নামের ওই ব্যক্তির বাড়ী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।

জানা যায়, বৃহস্পতিবার ভাের চারটার দিকে ভিলা নােভা দো সার্ভেইরাে শহরে নিজ কর্মস্থলে জাহাজের পাখা বানানোর কাজ করছিলেন। হঠাৎ করে উপর থেকে বড় লোহার বাক্স তার শরীরের ওপর পড়ে। ফলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার লাশ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

প্রবাসী জামাল উদ্দিন স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে সন্তান নিয়ে পর্তুগালের ভিয়েনা দা কাস্তেলাে শহরে বসবাস করতেন। তার মৃত্যুতে পরিবারসহ পর্তুগালের প্রবাসীদের মাঝে শােকের ছায়া নেমে আসে ।

Exit mobile version