Site icon Jamuna Television

বাফুফে নির্বাচন দুই মাস স্থগিত রাখতে চিঠি

আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন দুই মাস স্থগিত রাখার জন্য বাফুফে সভাপতির কাছে চিঠি পাঠিয়েছে ফেডারেশনের বর্তমান সহ-সভাপতি বাদল রায়।

শুক্রবার তার পাঠানো এই অনুরোধপত্রে তিনি জানান, করোনা সংক্রমণ বৃদ্ধি পাবার পাশাপাশি কাউন্সিলররাও রয়েছেন ঝুঁকিতে। এছাড়া করোনা আক্রান্ত কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানান তিনি।

নির্বাচনে অংশ নিতে যাওয়া অনেকেই এখন আক্রান্ত এবং সুস্থ হবার পথে থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ আর জমা দেয়া সম্ভব নয় বলে অনুরোধপত্রে উল্লেখ করেন তিনি।

Exit mobile version