Site icon Jamuna Television

ওসি আশিকের বদলি প্রত্যাহারের দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমানের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকায় অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

গোয়ালন্দ ঘাট থানায় ওসি হিসেবে কয়েক মাস আগে যোগ দেওয়ার পর দেশের বৃহত্তম যৌনপল্লীর বাসিন্দাদের স্ব-স্ব ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের ব্যবস্থা করে দেশ-বিদেশের মিডিয়ায় ব্যাপক সারা ফেলেন আশিকুর রহমান।

যৌনকর্মীদের দাফনের ব্যবস্থা করা ছাড়াও ধর্ষণের শিকার নারীর সন্তানকে নিজে আকিকা করে সামাজিক চাপমুক্ত করা, ওসিকে ‘স্যার’ সম্বোধন বন্ধ, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রত্যন্ত গ্রামে গাছতলায় ‘জনগণের দরবার’ বসিয়ে জনগণকে সেবা প্রদান করাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের কারণে ওসি আশিকুর রহমানকে এলাকাবাসী মানবিক ওসি হিসেবে স্বীকৃতি দেন।

সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওসি আশিকুর রহমানের বদলি আদেশের বিষয়টি ভাইরাল হয়। এমন পরিস্থিতিতে এলাকাবাসী মানববন্ধনের কর্মসূচি পালন করে

Exit mobile version