Site icon Jamuna Television

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় প্রতিবেশী যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় প্রতিবেশী যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া খোকসা থানার শিশু ধর্ষণ মামলায় ছানার মাঝি (৩৮) নামে প্রতিবেশী যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত ছানার মাঝি খোকসা উপজেলার আমবাড়িয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মৃত আবেদ আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় এজাহারকারী শিশুকন্যা (১০) বাড়ির পাশে মাঠে ছাগল আনতে যায়। পূর্ব থেকে ওৎপেতে থাকা আসামি ছানার মাঝি শিশুটিকে জোরপূর্বক মুখ চেপে ধরে পাশের কলা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোক জড়ো হলে আসামি আহত শিশুটিকে মাঠের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির বাবা পরদিন ২১ জুন ২০১৯ তারিখে খোকসা থানায় আসামি ছানার মাঝির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ এনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ৩১/০৭/২০১৯ তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারী কৌশুলী অ্যাডভোকেট আব্দুল হালিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version