Site icon Jamuna Television

সন্তানের লিঙ্গ পরিচয় জানাতে গোটা বুর্জ খলিফা ভাড়া নিলেন দম্পতি!

শখ মেটাতে কত কী-ই না করে থাকে মানুষ। এবার জন্মের আগেই সন্তানের লিঙ্গ পরিচয়া জানাতে বুর্জ খলিফা ভাড়া নিলেন দুবাইয়ের এক দম্পতি।

জানা যায়, দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন আনাস ও আসালা মারওয়ারা নামের এক দম্পতি। সন্তানের জেন্ডার রিভিল সেরিমনির আয়োজন করেছিলেন তারা। অনুষ্ঠানকে আরও খানিকটা চমকপ্রদ করতে ভাড়া নেন পৃথিবীর সবচেয়ে উঁচু বহুতল ভবন বুর্জ খলিফা। সঠিক সময়ে বুজ খলিফায় শুরু হয় কাউন্ট ডাউন। সমস্ত আলো নিভে যায়, নীল-গোলাপি আলোর স্পাইরালের মধ্যে দিয়েই গোটা বুর্জ খলিফা নীল রঙের হয়ে যায়। তারপর তাতে লেখা ওঠে ‘ইট’স অ্যা বয়’।

গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হতেই ভাইরাল হয়ে যায়। সন্তান জন্মের ঠিক আগের মুহূর্তে এই অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন এ দম্পতি।

আর বুর্জ খলিফায় এই কয়েক সেকেন্ডের আলোকসজ্জার জন্য খরচ পড়েছে ৮৪ লাখ ৮০ হাজার টাকা।

টিবিজেড/

Exit mobile version