Site icon Jamuna Television

‘বিনিয়োগকারীদের উৎসাহিত করতে সুস্থ পুঁজিবাজার গড়তে হবে’

পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগের সুযোগ বাড়াল বাংলাদেশ ব্যাংক

সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব। সুস্থ পুঁজিবাজার পেলে বিনিয়োগকারীরা বিনিয়োগে আরও বেশি উদ্বুদ্ধ হবে বলে মনে করেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। সকালে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকারস এসোসিয়েশন এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

তারা বলেন, ব্যবসায় বৈচিত্র্য আসলে বাজারেও বৈচিত্র্য আসবে। বাজারে ভাল কোম্পানির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাজারের লেনদেনকে দৈনিক ৩ থেকে ৫ হাজার কোটি টাকায় উন্নীত করতে হবে। কারো কথায় প্রলুব্ধ হয়ে বিনিয়োগ না করার পরামর্শ দেন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান।

বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিনিয়োগকারী বাড়াতে প্রতি জেলায় ডিজিটাল আউটলেট খোলার কথা বলেন তিনি। এছাড়া, তাদের সুবিধার্থে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে বলেও জানান কমিশনের চেয়ারম্যান।

Exit mobile version