Site icon Jamuna Television

আমেরিকায় ভয়াবহ দাবানলে নিহত ১৬, উদ্বাস্তু ৫ লাখ

ছবি: পার্স টুডে।

আমেরিকার পশ্চিমাঞ্চলে গত কয়েকদিনের ভয়াবহ দাবানলে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। সেইসাথে এ দাবানলে পাঁচ লাখ মানুষ ঘর-বাড়ি ছাড়া হয়েছে।

দেশটির পশ্চিম উপকূল পর্যন্ত ২০ হাজারের বেশি অগ্নিনির্বাপণ কর্মী আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে। তবে আগুন এরইমধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। খবর পার্স টুডের।

ক্ষয়ক্ষতির পরমাণ নিরূপণ করা কঠিন হয়ে পড়েছে। তবে চলতি সপ্তাহে ১৬ জনের নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়া, অরিজোনা এবং ওয়াশিংটনের বিশাল এলাকায়। আগুনের জন্য এসব এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বলা হচ্ছে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এবারের দাবানল সবচেয়ে ভয়াবহ। এরইমধ্যে সাত লাখ ৪৬ হাজার একর জমির গাছপালা, ফসলাদি ও ঘরবাড়ি পুড়ে গেছে। প্রচণ্ড তাপমাত্রা ও শুষ্ক বায়ুর কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। আমেরিকার পশ্চিম উপকূলে বিশালাকারের ১০০ দাবানল সৃষ্টি হয়েছে।

এর আগে বছরের শুরুতে নজিরবিহীন দাবানলে কয়েক মাস ধরে ছারখার হয়ে গেছে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চল। কমপক্ষে পঞ্চাশ কোটি বন্যপ্রাণী মারা যায় ওই দাবানলে। কত গাছ আর কত কীট পতঙ্গ পুড়েছে তার কোন হিসেব নেই। প্রায় সাড়ে ছয় মিলিয়ন হেক্টর ভূমি পুড়ে গেছে। এক হেক্টর মোটামুটি একটা ফুটবল খেলার মাঠের মতো।

Exit mobile version