Site icon Jamuna Television

নিয়মিত গোমূত্র পান করতেন অক্ষয়

বলিউড তারকা অক্ষয় কুমার জানিয়েছেন, তিনি এক সময় নিয়মিত গোমূত্র পান করতেন। তার এমন অকপট স্বীকারোক্তিতে অবাক হয়েছেন ভক্তরা। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে বিয়ার গ্রিলস এবং অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে আড্ডায় এমন তথ্য ফাঁস করলেন খিলাড়ি। খবর আনন্দবাজার পত্রিকার।

আনন্দবাজার জানিয়েছে, আর তিন দিন পর বিয়ার গ্রিলসের সঙ্গে ‘ইনটু দ্য ওয়াইল্ড’ অনুষ্ঠানে দেখা যাবে অক্ষয়কে। সেখানে হাতির মল মিশ্রিত চা পান করতে দেখা যাবে এই বলি তারকাকে।

এই চা পানের অভিজ্ঞতা শেয়ার করা সময় অভিনেতা অবলীলায় বলে ওঠেন, তিনি এক সময় রোজ গোমূত্র পান করতেন। তাই হাতির মলের চা খেতেও তার কোনো অসুবিধা হয়নি। বরং তিনি বেশ উত্তেজিত ছিলেন সেটি পান করার জন্য।

অক্ষয় কুমার সিগারেট খান না, মদ্যপানও করেন না। রাত ৯টায় ঘুমিয়ে ভোরে উঠে দৌড়াতে যান। এ সবকিছুই অজানা না হলেও তার গোমূত্র পানের কথা হঠাৎই জেনে অবাক হয়েছেন অনুরাগীরা। শাসক দলের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। এবার গোমূত্র পানের কথা বলার পর থেকেই অনেকে বিজেপির ভক্ত বলে খোঁচা দিচ্ছেন এই অভিনেতাকে।

ইউএইচ/

Exit mobile version