Site icon Jamuna Television

নায়ক সুশান্তের মূর্তি বানালেন শিল্পী সুশান্ত

নায়ক সুশান্তের মূর্তি বানালেন শিল্পী সুশান্ত

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের পূর্ণাবয়ব মোমের মূর্তি তৈরি করলেন আসানসোলের শিল্পী সুশান্ত রায়। মহিশীলার বাসিন্দা সুশান্তবাবুর বাসভবন লাগোয়া তার নিজস্ব সংগ্রহশালায় রাখা সুশান্ত সিংহ রাজপুতের মূর্তিটি দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী। খবর- আনন্দবাজার পত্রিকা।

এই বিষয়ে শিল্পী বলেন, সুশান্তের মতো একজন শিল্পী অকালে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকেই তার মূর্তি তৈরি করলাম। ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তনী, শিল্পী সুশান্তবাবু জানান, মূর্তিটি তিনি তার নিজস্ব সংগ্রহশালাতেই রেখে দেবেন।

ইতিমধ্যেই তার সংগ্রহশালায় রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, বিরাট কোহালিসহ নানা বিখ্যাত ব্যক্তির মূর্তি।

এছাড়া সদ্য প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মোমের মূর্তি তৈরি করে তাকে তা উপহার হিসেবে দিয়েছিলেন সুশান্তবাবু। পাশাপাশি, কলকাতার একটি বেসরকারি সংগ্রহশালায় সুশান্তবাবুর তৈরি একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের মোমের মূর্তি স্থান পেয়েছে।

Exit mobile version