Site icon Jamuna Television

মৃত শিক্ষিকাকে বদলির আদেশ!

মৃত্যুর চার মাস পর বদলি করা হলো বিসিএস ২৭তম ব্যাচের এক শিক্ষিকাকে। এমন ঘটনা ঘটে রাজধানীর ইডেন সরকারি মহিলা কলেজে উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সামছ আরা জাহানকে নিয়ে। তারপর তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) সংযুক্তি দেওয়া হয়।

চাকুরিরত অবস্থায় ক্যানসার আক্রান্ত হয়ে গত ১২মে মৃত্যু বরণ করেন এই শিক্ষিকা। ১৭ সেপ্টেম্বর সামছ আরা জাহানকে (আইডি-১৮১৬২) ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে সহকারী অধ্যাপক (উদ্ভিদবিদ্যা) পদে বদলির আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে, সামছ আরা জাহানের প্রাপ্য পাওনা পরিশোধ সংক্রান্ত মাউশির সাধারণ প্রশাসন শাখার উপ-পরিচালক মো. রুহুল মমিনের স্বাক্ষরিত এক পত্রে ১২ মে সামছ আরা জাহান মারা গেছেন মর্মে উল্লেখ করা আছে।

সামছ আরা জাহানের স্বামী বিসিএস অডিট ক্যাডারের কর্মকর্তা মো. মাহবুবুল আলম বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টের লগ এরিয়ায় ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) হিসেবে কর্মরত রয়েছেন।

Exit mobile version