Site icon Jamuna Television

কড়াইল বস্তি থেকে চার বছরের শিশুর মরদেহ উদ্ধার

কড়াইল বস্তি। ফাইল ছবি।

রাজধানীর কড়াইল বস্তি থেকে মিম নামে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার সকালে গোসল খানা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কে বার কারা মিমকে গলা টিপে হত্যা করে পাশের গোসল খানায় রেখে গেছে বলে জানায় স্থানীয়রা। তারা আরও জানায়, নিহত মিমের মা খুব সকালে মেয়েকে রেখে কাজে গিয়েছিলো। আর মিমের বাবা ঘুম থেকে উঠে একবার বাইরে এসেছিলো। এই ফাঁকে কেউ গিয়ে মিমকে হত্যা করেছে।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে এমনটি হতে পারে। ঘটনার সাথে কে বা কারা জড়িত তা খুঁজে বের করতে কাজ করছে পুলিশ ও গোয়েন্দারা। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version