Site icon Jamuna Television

সরকার নিজেই দুর্নীতিগ্রস্ত, তাই নিজেদের ভুল দেখতে পারছে না: ডা. জাফরুল্লাহ চৌধুরী

সরকার নিজেই দুর্নীতিগ্রস্ত, তাই নিজেদের ভুল দেখতে পারছে না: ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনের নামে প্রহসন হচ্ছে উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন সরকার নিজেই দুর্নীতিগ্রস্ত, তাই নিজেদের ভুল দেখতে পারছে না।

দুপুরে ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্রে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ জানান। বলেন, মানুষের মানবাধিকার লঙ্ঘন করার চেয়ে বড় দুর্নীতি আর হতে পারে না। যতক্ষণ পর্যন্ত কেন্দ্রিকতা বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত সমাধান হবে না। ছাত্র অধিকার সংগঠনগুলো এই অন্যায়ের বিরুদ্ধে প্রথম রাস্তায় নামে। কিন্তু তাদের বিরুদ্ধে এমন পদক্ষেপ মেনে নেওয়া যায় না। এ ধরনের কর্মকান্ডের মাধ্যমে সরকার তার নৈতিকতা হারিয়েছে। ভারতের সাথে মিষ্টি কথা থামানোর সময় এসেছে। শোষকের সাথে শাসিতের বন্ধুত্ব হতে পারে না।

Exit mobile version