Site icon Jamuna Television

বার্সেলোনা ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে সুয়ারেজ

বার্সেলোনা ছেড়ে আনুষ্ঠানিকভাবে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

অভিজ্ঞ এই উরুগুইয়ানের সার্ভিস পেতে মাত্র ৬ মিলিয়ন ইউরো খরচ হয়েছে অ্যাটলেটিকোর। আনুষ্ঠানিক ভাবে প্রকাশ না করলেও গণমাধ্যম বলছে দুই বছরের চুক্তিতে সিমিওনির দলে যোগ দিয়েছেন সুয়ারেজ।

২০১৪ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দেয়ার পর দারুন পারফর্ম করেছেন এই স্ট্রাইকার। বার্সার জার্সিতে ২৮৩ ম্যাচ খেলে করেছেন ১৯৮ গোল। ইনজুরির সাথে লড়াই করেও গেল মৌসুমে ৩৬ ম্যাচে ২১ গোল করেছিলেন ৩৩ বছর বয়সি লুইস সুয়ারেজ।

Exit mobile version