Site icon Jamuna Television

৭ মাস ধরে যুবকের পেটে মোবাইল সেট!

মিসরের রাজধানী কায়রোর একটি হাসপাতালে এক যুবকের পেটে আল্ট্রাসনোগ্রাম করে রিপোর্ট দেখে চিকিৎসকদের চোখ কপালে।

আস্ত একটি মোবাইল ফোন ২৮ বছরের ওই যুবকটির পেটের ভেতর। গত সাত মাস ধরেই এটি পেটের মধ্যেই ছিল। খবর গালফ নিউজের।

সহকর্মীদের সঙ্গে মজা করতে গিয়ে এটি গিলে ফেলেছিল বলে চিকিৎসকদের জানায় যুবকটি। তার ধারণা ছিল এটি সে হজম করে ফেলতে পারবে।

দক্ষিণ কায়রোর আল ওয়াটান নামে ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা. মো. আল জহোর বলেন, প্রথমে টিউমার মনে করে অস্ত্রোপচারের জন্য আল্ট্রাসনোগ্রাম করা হয়। কিন্তু এতে দেখা যায়, আস্ত একটি মোবাইল ফোনসেট।

এর পর তাকে দ্রুত হাসপাতালের জরুরি অস্ত্রোপচার ইউনিটে স্থানান্তর করা হয়।

Exit mobile version