Site icon Jamuna Television

ভারতে জাকির নায়েকের পিস টিভি ও ইউটিউব চ্যানেল নিষিদ্ধ হচ্ছে

আলোচিত ইসলামিক বক্তা ড. জাকির নায়েকের পিস টিভি, পিস টিভি মোবাইল অ্যাপ ও ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করছে ভারত সরকার। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ধর্মীয় স্পর্শকাতর বক্তব্যের কারণে পিস টিভি, পিস টিভি মোবাইল অ্যাপ ও ইউটিউব চ্যালের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। খরব জি নিউজের।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জাকির নায়েক তার একাধিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে মুসলিম যুবকদের নিয়োগ করে তাদের মধ্যে ভারতবিরোধী মনোভাব গড়ে তুলছেন এবং ভারতবিরোধী কাজে উসকানি দিচ্ছেন।

গোয়েন্দারা জানিয়েছেন, বিভিন্ন জিহাদি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে জাকির নায়েকের। তিনি একাধিক জিহাদি সংগঠনের কাছ থেকে আর্থিক সাহায্য পান। বর্তমানে মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন জাকির নায়েক।

উল্লেখ্য, ভারতে এনআইএর মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছেন জাকির নায়েক। গত ১৪ মে ভারত জাকির নায়েককে মালয়শিয়ার কাছ থেকে ফেরত চায়। সেখানে তিন বছরেরও বেশি সময় ধরে অবস্থান করছেন তিনি। সেখানে তার স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে।

Exit mobile version