Site icon Jamuna Television

আবারও চেলসির হোঁচট

আবারও পয়েন্ট হারিয়েছে চেলসি। অবশ্য প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ওয়েস্ট ব্রমউইচের সাথে ৩-৩ গোলে ড্র করেছে ল্যাম্পার্ডের দল।

অ্যাওয়ে ম্যাচের প্রথমার্ধটা বিভীষিকাময় ছিলো চেলসির জন্য। চার মিনিটেই ওয়েস্ট ব্রমকে লিড এনে দেন ক্যালাম রবিনসন। ২৫ মিনিটে চেলসি ডিফেন্ডার থিয়াগো সিলভার ভুলে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন স্বাগতিক দলের এ স্ট্রাইকার। দুই মিনিট পর চেলসির জালে তৃতীয়বারে মতো বল জড়ান ডিফেন্ডার কাইল বার্টলি।

বিপর্যস্ত চেলসি ৫৫ মিনিটে মেসন মাউন্টের দুর্দান্ত গোলে ব্যবধান কমায়। এরপর ৭০ মিনিটে হডসন ওডয়ো ব্লুজদের হয়ে দ্বিতীয় গোল করেন। আর ৯০ মিনিটে টমি আব্রাহামের গোলে হার এড়ায় চেলসি।

Exit mobile version