Site icon Jamuna Television

গৃহবধূ নির্যাতনের ঘটনায় বাবাকেও দায়ী করলেন মেয়ে

নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় বাবার বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগীর মেয়ে। ঘটনার রাতে মাকে নির্যাতনের সময় বাবার ভূমিকার সমালোচনাও করেন তিনি।

বেগমগঞ্জে বিবস্ত্র করে নারীকে নির্যাতনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জনপ্রতিনিধি ও মানবাধিকার সংস্থার একাধিক টিম। ভুক্তভোগী ও স্বজনদের সাথে আলাদা করে কথা বলেন তারা। এ সময় ভুক্তভোগীর মেয়ে ওই রাতে নির্যাতনে সম্পৃক্ততার অভিযোগ আনেন তার বাবার বিরুদ্ধে।

ভুক্তভোগীর মেয়ে বলেন, বাবা আমাদের দুই ভাই বোনের খবর কখনো নেয়নি। আমার মায়ের
ওপর অত্যাচারের সময় বাবা ওখানে ছিল কিন্তু সে কোনো প্রতিবাদ করেনি; পুলিশকেও জানায়নি। আমার বাবাও এই ঘটনার সাথে জড়িত আছে বলেই কোনো প্রতিবাদ করেনি।

এদিকে, এ ঘটনায় দায়ের করা আলাদা মামলায় আজ বুধবার তিন আসামিকে রিমান্ডে নেয়া হয়েছে। ধর্ষণের নতুন মামলা হয়েছে দেলোয়ারসহ ২ জনের বিরুদ্ধে।

দুপুরে আদালতে এজাহারভুক্ত আসামি সাজু ছাড়াও নতুন গ্রেফতার সোহাগ ও নূর হোসেন রাসেলকে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা আলাদাভাবে রিমান্ডের আবেদন করলে বিচারক সাজুকে ৬ দিন এবং সোহাগ ও রাসেলের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ইউএইচ/

Exit mobile version