Site icon Jamuna Television

জোকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল

নোভাক জোকোভিচকে হারিয়ে ফ্রেন্স ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল। আজ রোববার সন্ধ্যায় এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

এবারের চ্যাম্পিয়ন হওয়ায় রেকর্ড ১৩ বার ফ্রেঞ্চ ওপেন জিতলো এই স্প্যানিয়ার্ড। টুর্নামেন্টটাকে অনেকটা নিজের করে নিয়েছেন তিনি। আজকের ম্যাচ নিয়ে ৩৪ বছর বয়সী এই তারকা রোলাঁ গারোতে জিতেছেন নিজের ১০০তম ম্যাচ।

এর আগে, এই টুর্নামেন্টের দুই ফাইনালে মুখোমুখি হয়ে দুটিতেই জোকোভিচকে হারিয়েছিলেন নাদাল। দু’জনের মুখোমুখি লড়াইয়ে জ়োকোভিচ জিতেছেন ২৯, নাদাল ২৬।

আর টেনিস কোর্টে নাদাল-জোকোভিচের লড়াইয়ের ৫৬তম পর্ব ছিল আজকের ম্যাচ।

Exit mobile version