Site icon Jamuna Television

অবৈধভাবে ইউরোপ প্রবেশের পাচারকারী দলের ১০ জন আটক

অবৈধভাবে ইউরোপ প্রবেশের পাচারকারী দলের ১০ জন আটক

অবৈধভাবে ইউরোপ প্রবেশের সময় নর্থ মেসিডোনিয়ায় পাচারকারী দলের সদস্যসহ কমপক্ষে ১০ জনকে আটক করলো পুলিশ।

স্থানীয় প্রশাসন বলছে, আটককৃতরা আফগানিস্তান, পাকিস্তান, সিরিয়া, ইরান ও মিশরের নাগরিক।

এদিকে করোনা মহারারির কারণে সীমান্ত বন্ধ থাকায়, অবৈধ পথে বেড়েছে মানবপাচার। কাজ করছে গ্রিস এবং নর্থ মেসিডোনিয়ার বেশ কয়েকটি চক্র।

পাচারের শিকার অভিবাসনপ্রার্থীরা জানান, দালালকে ৮২৫ ডলার করে দিয়েছেন প্রত্যেকে। ইউরোপের উন্নত দেশে পাড়ি জমানোই ছিলো মূল উদ্দেশ্য।

তথ্য বলছে, চলতি বছর নর্থ মেসিডোনিয়া হয়ে ইউরোপে অনুপ্রবেশ করেছে ২৫ হাজারের বেশি মানুষ।

Exit mobile version