Site icon Jamuna Television

ভারতের প্রথম অস্কারজয়ী আর নেই

ভারতের প্রথম অস্কারজয়ী আর নেই

ভারতের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া আর নেই। ফ্যাশন ডিজাইনার ভানু ১৯৮৩ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতেছিলেন রিচার্ড অ্যাটেনবরো পরিচালিত ছবি ‘গাঁধী’র কস্টিউম ডিজাইনের জন্য।

গতকাল ভোরে ঘুমের মধ্যেই মারা গেছেন ৯১ বছর বয়সি ভানু, এমটাই জানিয়েছেন তার মেয়ে রাধিকা গুপ্ত। নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। আট বছর আগে তার ব্রেন টিউমার ধরা পড়ে। গত তিন বছর ধরে শয্যাশায়ী ছিলেন ভানু, শরীরের এক অংশ প্যারালাইজড হয়ে গিয়েছিল।

দক্ষিণ মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পঞ্চাশের দশক থেকে প্রায় ১০০টিরও বেশি ছবিতে কাজ করা ভানু ক্যারিয়ারের গড়াতেই গুরু দত্তের টিমে যোগ দেন।

‘সিআইডি’ ছিল তার প্রথম ছবি। এর পরে একে একে পিয়াসা, কাগজ কে ফুল, সাহেব বিবি অওর গুলাম, তিসরি মঞ্জিল, এ তার কাজ নজর কাড়তে শুরু করে। দু’বার জাতীয় পুরস্কারও পেয়েছেন ভানু, লেকিন ও লগান ছবির জন্য। ‘গাঁধী’ ছবির জন্য প্রথম অস্কারজয়ী ভারতীয় হিসেবে নজির সৃষ্টি করেন শিল্পী।

Exit mobile version