Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত কুমার শানু

জনপ্রিয় গায়ক কুমার শানু করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে লেখা হয়, দুর্ভাগ্যক্রমে শানু দা করোনা আক্রান্ত। সবাই তার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, আপাতত তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। গত ১৪ অক্টোবর স্ত্রী সালোনি এবং মেয়েদের সঙ্গে দেখা করতে লস এঞ্জেলস উড়ে যাওয়ার কথা ছিল তার। আপাতত তিনি সেখানে যাচ্ছেন না।

কুমার শানুর স্ত্রী মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে জানান, গায়ক ৮ নভেম্বর আমেরিকায় যেতে পারেন যদি তিনি ততদিনে সুস্থ হয়ে ওঠেন। আপাতত তিনি কোয়ারেন্টাইনে আছেন।

দীর্ঘ লকডাউন জুড়ে গায়ক কাজ করেছেন। ২০ অক্টোবর তার জন্মদিন। স্ত্রী সালোনি এবং মেয়ে শ্যানন এবং অ্যানাবেলের সঙ্গে বিশেষ দিনটি কাটাতে চেয়েছিলেন তিনি। ডিসেম্বরে স্ত্রীর জন্মদিন পালন করে মুম্বাই ফেরার কথা ছিল তার। আপাতত সেই পরিকল্পনা স্থগিত।

ইউএইচ/

Exit mobile version