Site icon Jamuna Television

গাজীপুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২

গাজীপুরে এক কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি’র সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

ভিকটিম ও তার পরিবারের লোকজন জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার আগে আগে এইচএসসি পড়ুয়া ভিকটিমকে তার এক বন্ধু নাঈম জয়দেবপুরের বাসা থেকে ফোন করে বের করে। বাসা থেকে বের হওয়ার পরই তাকে একটি অটো রিক্সায় তোলে প্রায় তিন কিলোমিটার দূরে চত্বর বাজারের কাছে নিয়ে যায়। সেখানে জঙ্গলে নিয়ে জোর করে তিনজনে মিলে দলবেধে ধর্ষণ করে। ধর্ষণে বাধা দিলে এ সময় তাকে শারীরিকভাবে ও জখম করা হয়। তার ডাক চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে পরে স্বজনদের কাছে তুলে দেয়। রাত এগারোটার দিকে তাকে নেয়া হয় শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে।

এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযুক্ত আসামিদের মধ্যে মাসুদ রানা ও আনন্দকে গ্রেপ্তার করা হয়েছে ।

Exit mobile version