Site icon Jamuna Television

ক্যান্সার আক্রান্তের কথা নিশ্চিত করলেন সঞ্জয় দত্ত

ভারতীয় গণমাধ্যমে দীর্ঘ গুঞ্জনের পর ক্যান্সার হওয়ার কথা নিশ্চিত করলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম ভিডিওতে তিনি এ তথ্য জানান।

ষাটোর্ধ্ব এই শিল্পী বলেন, চিকিৎসা সহায়তায় শিগগিরই রোগটিকে পরাজিত করবেন তিনি। তাছাড়া, নভেম্বরেই নতুন চলচ্চিত্রের কাজ শুরুর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আগস্ট মাসে করোনার নমুনা পরীক্ষা করান; ফলাফল আসে নেগেটিভ। এরপরই শারীরিক অন্যান্য জটিলতার জন্য নিয়মিত তিনি মুম্বাই লীলাবতী হাসপাতালে যাচ্ছিলেন। তখনই গণমাধ্যমে ছড়ায় ফুসফুসে ক্যান্সার আক্রান্তের খবর।

এর আগে, ক্যান্সারে মা নার্গিস এবং স্ত্রী রিচা শর্মার মৃত্যু দেখেছেন সঞ্জয় দত্ত।

ইউএইচ/

Exit mobile version