Site icon Jamuna Television

‘পেনাল্টি পাওয়ার জন্য নেইমার ইচ্ছে করে মাঠে পড়ে যায়’

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গত বুধবার নেইমারের হ্যাটট্রিক পেরুর বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে জয় পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচে হ্যাটট্রিক করার মধ্য দিয়ে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো লুইস নাজারিও ডি লিমাকে ছাড়িয়ে যান নেইমার।

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নেইমারের পারফরম্যান্স নিয়ে বিশ্ব মিডিয়া যখন প্রশংসায় পঞ্চমুখ তখন ব্রাজিল সুপারস্টারকে খোঁচা দিলেন পেরুর ডিফেন্ডার কার্লোস জামব্রানো।

বুধবারের ম্যাচে ব্রাজিলের স্ট্রাইকার রিচার্লিসনকে কনুই মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়া পেরুর ডিফেন্ডার কার্লোস জামব্রানো এক টিভি অনুষ্ঠানে বলেছেন, সত্যি কথা বলতে নেইমার অসাধারণ একজন ফুটবলার। সে বিশ্বের অন্যতম সেরা। তবে পেনাল্টি পাওয়ার জন্য বক্সের মধ্যে অন্তত চার থেকে পাঁচবার ইচ্ছে করেই পড়ে যায়। আমাদের সঙ্গেও সে একই কাজ করেছে। এমন অঙ্গভঙ্গি করে সে দুটি পেনাল্টিতে গোলও দিয়েছে। যদিও তা পেনাল্টি ছিল না।

ব্রাজিল-পেরুর মধ্যকার ম্যাচে রেফারিরা কারণে-অকারণে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়েছেন জানিয়ে জামব্রানো বলেছেন, ব্রাজিলের বিপক্ষে ম্যাচ বলেই ফাউলের পর তাৎক্ষণিকভাবে ভিএআরের সাহায্য নেয়া হয়।

ইউএইচ/

Exit mobile version